বিশ্বের এক নম্বর দল এখন আর্জেন্টিনা


কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হবার দুঃখের মাঝেই একটা সুসংবাদ পেল আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল এখন আকাশি নীলরা। বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানিকে হটিয়ে দিয়ে প্রায় ৮ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৪৭৩। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির পয়েন্ট ১৪১১। শীর্ষ তিনে থাকা অপর দল বেলজিয়াম। ব্রাজিল এর অবস্থান একধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে। আর মাত্রই কোপা আমেরিকা জিতে নেয়া চিলি আট ধাপ এগিয়ে এখন বিশ্বের ১১ নম্বর দল। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে গ্যারেথ বেলের ওয়েলস। প্রথমবারের মত ওয়েলস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে এসেছে।

আজ প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা ১৬৯। সাফ অঞ্চলে বাংলাদেশের অবস্থা ৪র্থ । এই অঞ্চলের শীর্ষ দল আফগানিস্তান (১৩৪)। এরপরের অবস্থানেই ভারত (১৫৬)। গত কয়েক মাসে দুর্দান্ত ফুটবল খেলা ভূটান ১৬৬ স্থানে থেকে পেছনে ফেলেছে বাংলাদেশকে। ১৮৫ তম স্থানে থেকে নেপাল আছে এই অঞ্চলে সবার পরে। সূত্র: ফিফা ডটকম।2015-07-09 19_49_00-বিশ্বের এক নম্বর দল এখন আর্জেন্টিনা

রবি ঈদ অফার মাত্র 89 টাকায় 1 জিবি ইন্টারনেট

সবাই কেমন আছেন। আশা করি ভাল। এই ঈদে এয়ারটেল দিচ্ছে দারুন একটি রিচাজ অফার
অফারটি পেতে আপনার এয়ারটেল সিমে 89 টাকা রিচাজ অথবা *444*089# ডায়াল করে সাথে সাথে পেয়ে যাবেন 1 জিবি।
ভাল থাকবেন ট্রিকপাগাল এর সাথে থাকবেন।
মেয়াদ : 7 দিন

এবার ঈদেও তাহসান-তিশা জুটি

tahsan
তাহসান ও তিশা খুব ভালো বন্ধু। দু’জন সারাদিন একসাথে থাকে। সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করে। কিন্তু একটা জায়গায় এসে তারা যেন আটকে যায়। আর সেটা হচ্ছে ভালোবাসার কথায়। কেউ কারো ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না। দু’জনেই মনে মনে ঠিক করে রাখে ভালোবাসার ১০০০তম দিনটা বিশেষভাবে উদযাপন করবে। কিন্তু সেই দিনটা আসার আগেই তিশা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যায়। শুরু হয় অন্যরকম কষ্টের দিন। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘স্টোরি অব থাউজেন্ড ডে’স’। মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও তিশা। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মেসি?

messi
প্রায় এক বছর আগে মারাকানার ছবিটাই যেন ফিরে এসেছিল সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালে। কোমরে দুটো হাত, লিওনেল মেসি শূন্য দৃষ্টিতে দেখছেন প্রতিপক্ষের জয়োৎসব। সেবার দেখতে হয়েছিল জার্মানদের উৎসব, এবার চিলিয়ানদের। ২০১৪ বিশ্বকাপ হয়েছিলেন টুর্নামেন্ট সেরা; ফাইনালে জার্মানির কাছে হারের পরও নিতে হয়েছিল গোল্ডেন বল পুরস্কার। এবারও নাকি টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার কথা ছিল তাঁরই। মেসি নাকি সেটি প্রত্যাখ্যান করেছেন!

মেসি অনেকবারই জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে একটা বড় টুর্নামেন্টের শিরোপার জন্য ব্যক্তিগত সব ট্রফি দিয়ে দিতে রাজি তিনি! বার্সেলোনার জার্সিতে এত এত অর্জন। আর্জেন্টিনার জার্সিতে অর্জনের খাতাটা শূন্য! সেই হতাশা থেকেই কি তবে কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিতেও অস্বীকৃতি জানালেন মেসি?
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে টুর্নামেন্টের ওয়েবসাইটে অন্যসব পুরস্কারজয়ীর নাম থাকলেও সেরা খেলোয়াড় কে হয়েছেন সেটির উল্লেখ নেই! ১৯৮৭ সাল থেকে কোপার সব আসরেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। এবার কেন পুরস্কারটি দেওয়া হলো না এ বিষয়েও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জানাচ্ছে, এবার মেসিকেই নাকি এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। তবে আর্জেন্টিনা ফরোয়ার্ড পুরস্কার নিতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্টের কর্মকর্তারা তা মঞ্চ থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন। গুঞ্জন রয়েছে, কোপার ফাইনালে হারের হতাশা থেকেই মেসি এ ধরনের কোনো পুরস্কার নিতে চাননি। মেসি হয়তো বলতে চেয়েছেন, ‘এই পুরস্কার লইয়া আমি কী করিব?’ তথ্যসূত্র: মেইল অনলাইন।

এয়ারটেল ১১ টাকায় ৪৫ এমবি ইন্টারনেট

2015-07-06 13_12_44-Welcome to Airtel Website
এয়ারটেল নিয়ে এল ১১ টাকা ইস্কাস কাড কিনে রিচাজ করে পাচ্ছেন ৪৫ এমবি ইন্টারনেট।
মেয়াদ : ৩ দিন

মুস্তাফিজকে দিয়ে শুরু নো বলের নতুন নিয়ম


টি-টোয়েন্টি আর ওয়ানডেতে সব ধরনের নো বলে ফ্রি-হিটের নতুন নিয়মের যাত্রা শুরু হলো মুস্তাফিজুর রহমানকে দিয়ে। চালুর দিনই নতুন নিয়মে প্রথম ফ্রি-হিটের সামনে পড়লেন বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার।

নতুন নিয়মটি কার্যকর হয়েছে রোববার থেকেই। প্রথম দিনেই মাঠে দেখা গেল এর প্রয়োগ। মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসের ১৫তম ওভারের ঘটনা সেটি। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি মুস্তাফিজ করলেন কোমরের ওপরে ফুল টস। নো বল ডাকেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ।

নো বলের সময় ব্যাটসম্যান ছিলেন ফাফ দু প্লেসি। তবে ওই নো বলে একটি রান হওয়ায় ফ্রি হিটের বলটি খেলেন রাইলি রুশো। ফ্রি হিটের বলও ছিল ফুল টস, তবে এক রানের বেশি নিতে পারেনি রুশো।

এর আগে শুধু পায়ের নো বলেই ফ্রি হিট ছিল। আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে কদিন আগে বারবাডোজে আইসিসির বার্ষিক সভায় সব ধরণের নো বলেই ফ্রি হিটের নিয়ম করা হয়। সিদ্ধান্ত হয় ৫ জুলাই থেকে এটি কার্যকরের।

পায়ের নো বলে ফ্রি হিটের নিয়ম চালু হয় ২০০৭ সালের অক্টোবরে। নো বল করে প্রথম ফ্রি হিট দিয়েছিলেন ব্রেট লি, ২০০৭ সালের ২ অক্টোবর ভারতের বিপক্ষে কোচিতে। ওই নো বলে ছক্কা মেরেছিলেন শচীন টেন্ডুলকার। তবে ফ্রি হিটের বলে নিতে পারেননি কোনো রান।

৫২ রানে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানে হারল বাংলাদেশ।

প্রোটিয়াদের বেঁধে দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

প্রথম ওভারেই কাইল অ্যাবোটের বলে আউট হন তামিম (৫)। এরপর দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রাবাদার বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকার (৭)। দলীয় ৫০ রানে ডুমিনির বলে উড়িয়ে মারতে গিয়ে মিলারের হাতে ধরা পরেন মুশফিক (১৭)। দশম ওভারে ডুমিনির বলে কুইনটন ডি ককের হাতে ধরা পরেন সাব্বির রহমান। নাসির হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি দলীয় ৫৭ রানে অ্যারোন ফাঙ্গিসোর বলে আউট হন তিনি। লিটন দাসকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব। কিন্তু ৭১ রানের মাথায় সাকিবও (২৬) সাজঘরে ফেরেন। দলীয় ৯৪ রানে রান আউট হন সোহাগ গাজী। একই রানে ফিরে যান লিটন দাস (২২)। দলীয় ৯৬ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুস্তাফিজুর রহমান।

এর আগে শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৪৮ রান সংগ্রহ করে।

শুরুতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন আরাফাত সানী ও নাসির হোসেন। ফিরিয়ে দেন সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ডি কককে। এরপর জেপি ডুমিনি ও ডুপ্লেসিস মিলে ৪৬ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন আরাফাত সানী। এরপর সাকিব ফেরান ডেভিড মিলারকে (১)। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক ফাপ ডুপ্লেসিস (৭৯) ও রিলে রুশো (৩১) মিলে ৫৮ রান তুলে অপরাজিত থাকেন।

মেমোরি কার্ডের পাসওয়ার্ড খুলুন১০০ % গ্যারান্টি

মোবাইলে মেমরী কার্ডের ব্যবহার অতুলনীয় কিন্তু-
মাঝে মাঝে আমাদের প্রিয়
মেমরী কার্ডে ভুলে পাসওয়ার্ড
লেগে যায়…..বন্ধুরাদুস্টমী করে লাগিয়ে
দেয়……আরো কত
কী। কিন্তু সেই দিন আজ থেকে সেষ
আজকে আপনাদের কে সেখাব
কীভাবে মেমরী কার্ডের
পাসওয়ার্ড খুলতে হয়।[/bg]

☼খুবি সোজা একটা কাজ এর জন্য
একটা SYMBIAN মোবাইল
প্রয়োজন হবে↓
6120,N73,E63,E71,E66,E5,
এরকম সিরিয়েসের
আরো মোবাইল আছে যেগুলো দিয়ে পাসওয়ার্ড
খুলে যাবে।

◙1: প্রথমে এরকম

◙1টা মোবাইল নিন।

◙2: পাসওয়ার্ড
লাগানো মেমরি কার্ড টা সেই
মোবাইলে ডুকান।

◙3: মেমরি ডুকালে পাস
চাইবে আপনি (Cancel) দিন।

◙4: সেই মোবাইলের (Tools)
নামক ফোল্ডারে যান।

◙5: সেখান থেকে মেমরী (Select) করুন।

◙6: টুলস থেকে মেমরী গিয়ে (Option)
Click করুন আর (Formate) দিন
বেস কাজ সেষ ।

◙এখন আপনার মেমরী কারডের
পাসওয়ার্ড খুলে গেছে….. একবার
আপনার মোবাইলে ডুকিয়ে দেখুন
কী পাস চাইছে?
◙ বি:দ্র- ফরমেট দেওয়ার পর আপনার
মেমরী কার্ডের কিছুই
ফীরে পাবেননা কিন্তু আপনার
মেমরী তো ফীরে পেয়েছেন । Continue reading মেমোরি কার্ডের পাসওয়ার্ড খুলুন১০০ % গ্যারান্টি

কার্বন নির্গমনে হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র

কার্বন নির্গমনে হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র
কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গমন উল্লেখযোগ্য হারে কমানো না গেলে সমুদ্রের জীববৈচিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, কার্বন ডাই-অক্সাইডের কারণে সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে উঠছে, অক্সিজেন কমে যাচ্ছে এবং অম্লতা বেড়ে পানি দূষিত হয়ে পড়ছে।

তারা সতর্ক করে দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটিও সমুদ্রের তলদেশের জীববৈচিত্রে নাটকীয় পরিবর্তন ঠেকাতে পারবে না।

বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন সমুদ্রবিজ্ঞানীর যৌথ এ প্রতিবেদনটি বিজ্ঞান জার্নালের বিশেষ বিভাগে প্রকাশ পায় বলে জানিয়েছে বিবিসি।

সেখানে বিজ্ঞানীরা বলেছেন, কার্বন ডাইঅক্সাইড ও এ সংক্রান্ত হুমকির কারণে সমুদ্রের জলজীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

বিশ্বের কাছে বাংলাদেশকে আরও উজ্জ্বল করেছে ক্রিকেটাররা: প্রধানমন্ত্রী

বিশ্বের কাছে বাংলাদেশকে আরও উজ্জ্বল করেছে ক্রিকেটাররা: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এখন আর অবহেলার চোখে দেখার সুযোগ নেই।

শনিবার গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের কারণে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে ৮ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে, একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। আমি আশা করি যে সেটা আমরা পারব।